নিউজ ডেস্কঃ(১০ সেপ্টেম্বর ২০২২)-
আন্তঃজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য ও খুন, ডাকাতি, জালিয়াতি, মাদক সহ বিভিন্ন অপরাধে একাধিক থানায় দায়েরকরা ১৯ মামলার আসামি বাবু প্রামানিক (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায়, ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নের্তৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) রাতে বাঘা পৌর এলাকার ছাতারী গ্রামের লুৎফরের আম বাগানের সামনে থেকে বাবু প্রামানিককে গ্রেপ্তার করা হয়। সে বাঘা পৌরসভার কলিগ্রামের ক্লিলিকের মোড় নামে পরিচিত এলকার বাসিন্দা মোঃরনজিত আলীর ছেলে।
পুলিশ জানায়, বাবুকে গ্রেপ্তারের সময় তার হেফাজতে থাকা ৩৫.১৫ গ্রাম হেরোইন, কাঠের বাট যুক্ত ২৫ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী ০২ টি হাসুয়া, ০১ টি কাঠের বাট যুক্ত ২০ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া এবং ০১ টি প্লাষ্টিকের বাট যুক্ত স্টীলের তৈরি ১২.৯ ইঞ্চি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আন্তঃজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য, বাবুর বিরুদ্ধে বাঘা থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা(খুন মামলা- ০১ টি, ডাকাতি মামলা- ০১ টি, ডাকাতির চেষ্টা মামলা- ০১ টি, দস্যুতা মামলা নং- ০১ টি, জালিয়াতি করে চুরি মামলা- ০১ টি, চুরি মামলা- ০৪ টি, পুলিশ আক্রান্ত মামলা- ০২ টি, মাদকদ্রব্য আইনে মামলা ০৩ টি ও অন্যান্য ধারায় ০৫ টি মামলাসহ সর্বমোট ১৯ টি রয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পৃথক ০২টি মামলা রজ্জু করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Post a Comment