ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের কফিন আজ রোববার ব্যালমোরাল ক্যাসেল ছেড়েছে। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের উদ্দেশে যাবে রানির এই কফিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সরাসরি প্রতিবেদনে বলা হয়েছে, এটি হচ্ছে রানির কফিনের ছয় ঘণ্টার যাত্রা।
এদিকে রানির কফিনের গাড়ি দেখতে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। উপস্থিত লোকেরা রানির শবদেহের গাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
এর আগে প্রাসাদ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার এডিনবারা বিমানবন্দর থেকে রয়াল এয়ার ফোর্সের বিমানে রানির কফিন এসে পৌঁছবে লন্ডনে। এরপর বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।
১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চারদিন রানির মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে, যাতে সাধারণ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।
এদিকে রানির শেষকৃত্যের দিনে তৃতীয় রাজা চার্লস ব্রিটেনে সরকারি ছুটি ঘোষণা করেছেন।
Post a Comment