ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ

কেয়ানর্স, ১০ সেপ্টেম্বর ২০২২ ,ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ৫০ ওভারের ম্যাচ।
ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আগামী মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টিতে বিশ^কাপে দলকে নেতৃত্ব দিবেন ফিঞ্চ। তার নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া।
ওয়ানডে থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে ফিঞ্চ বলেন, ‘দারুণ কিছু স্মৃতির জন্য এই যাত্রাটা স্মরণীয় হয়ে থাকবে। অসাধারণ একটা ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একইভাবে যাদের সাথে খেলেছি এবং এর পেছনের মানুষগুলোর সাথে কাজ করতে পেরে আমি ধন্য।’
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে একজন নতুন অধিনায়ক বেছে নেয়ার। যিনি পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবেন এবং বিশ^কাপ জিতবেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা, আমার এই যাত্রায় সহায়তা এবং সমর্থন জুগিয়েছেন।’
চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে এখনো নিজেকে মেলে ধরতে পারছিলে না ফিঞ্চ। ১৩ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন তিনি। এরমধ্যে পাঁচ ইনিংসে রানের থাকাই খুলতে পারেননি এই ডান-হাতি ব্যাটার। সর্বশেষ দু’বছরে ওয়ানডে সেঞ্চুরি পাননি অসিদের ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যঠঢ় দিয়ে ওয়ানডে অভিষেক হয় ফিঞ্চের। এখন পর্যন্ত ১৪৫টি ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরিতে ৫৪০১ রান করেছেন ফিঞ্চ। ব্যাটিং গড়- ৩৯ দশমিক ১৩।
অধিনায়ক হিসেবে দলকে ৫৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। তার অধীনে ৩০টিতে জয় ও ২৪টিতে হেরেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ৫ টেস্টে ২৭৮ রান ও ৯২টি টি-টোয়েন্টিতে ২৮৫৫ রান করেছেন ৩৫ বছর বয়সী ফিঞ্চ।


0/Post a Comment/Comments