বগুড়া জেলা ডিবির মাদক বিরোধী অভিযানে ০২(দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিউজ ডেস্কঃ
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০২(দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবির একটি টিম ইং-১০/০৯/২০২২ তারিখ ১৪.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন পূর্বগুয়াডহুরী সাকিনস্থ জনৈক মোঃ হযরত আলী (২৭), পিতা-মোঃ ওসমান গণি এর বাড়ির সামনে ধুনট টু গোষাইবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে ০২ (দুই) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক প্রাং (৬২), পিতা-মৃত ইসাহাক প্রাং, সাং-পূর্বগুয়াডহুরী, থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন। 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে বগুড়া শেরপুর ও ধুনট থানায় ইতিপূর্বে ০২ টি মামলা রয়েছে।


0/Post a Comment/Comments