খেলাধুলা নিউজ ডেস্ক ; পূর্বের দুই ম্যাচে মালদ্বীপ-পাকিস্তানকে উড়িয়ে এসে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে লড়াইটা ছিল গ্রুপ শ্রেষ্ঠত্বের। পরীক্ষায় ভালোভাবেই উতরে গেল বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী দলটিকে পুরো ম্যাচে পাত্তাই দেয়নি লাল-সবুজের দল। স্বপ্না-কৃষ্ণাদের দুর্দান্ত সব গোলে প্রতিবেশীদের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ।
মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে গোলাম রাব্বানী ছোটনের দল। বাংলাদেশের হয়ে দুই গোল করেন স্বপ্না, আরেক গোল এসেছে কৃষ্ণার পা থেকে।
শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। খেলার ১২ মিনিটে ভারতের জালে বল পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সিরাজ জাহান স্বপ্না। সাবিনার লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন স্বপ্নার প্লেসিংয়ে কেঁপে ওঠে ভারতের দল।
২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কৃষ্ণা রানী সরকার। থ্রোইংয়ের বল ধরে স্বপ্না পাস দেন কৃষ্ণাকে। কোন ভুল করেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ঠান্ডা মাথায় গোল করে দেশকে এনে দেন ২-০ গোলের লিড। এছাড়াও শুরুতে ভারতের জালে বল পাঠালেও রেফারি গোল বাতিল করে দেন ফাউলের অযুহাতে।
বিরতি থেকে ফিরে এসে ভারতের জালে আরও একটি গোল পাঠায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫৩ মিনিটে স্বপ্না ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুনের ডিফেন্সচেরা এক পাস থেকে। দ্বিতীয়ার্ধে ভারত আপ্রাণ চেষ্টা করেও গোলের তেমন সুযোগ তৈরিই করতে পারেনি।ম্যাচের বাকিটায় দুদলই একাধিক চেষ্টা করে গেলেও জালের দেখা পায়নি কেউই। ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।
Post a Comment