আগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর পুঠিয়া উপজেলা'র ৬ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দিয়েছেন পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর ) বিকেলে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওপুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক এবং সদস্য সচিব মোঃ এন্তাজুল হক বাবু।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাতে অভিযোগ বার্তা ২৪ এর প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক।
তিনি জানান, আগামী ৩ মাসের মধ্যে ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এই তিনজনের যৌথ স্বাক্ষরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি অনুমোদন করতে হবে।
৬টি ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সহ ৪ শতাধিক নেতাকর্মী কমিটিতে জায়গা পেয়েছেন। তারা হলেন- নিম্নে ছবিতে
Post a Comment