সাহিনুর ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কনজিউমার রাইট বাংলাদেশ সিআরবি, অভিযোগ বার্তার সন্মানিত সম্পাদক মহোদয়কে, ঢাকা বিভাগীয় এম্বেসাডর নির্বাচিত হওয়ায়,রাজশাহী জেলা শাখার আহব্বায়ক কমিটির পক্ষ থেকে, এস,এম,ফিরোজ আহম্মদ মহোদয়কে জানাই,হাজারও ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। এস,এম,ফিরোজ আহম্মদ সাংবাদিকতার,পাশাপাশি একজন মানবাধিকার কর্মী এবং সফল ব্যবসায়ীও তিনি। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানিকগঞ্জ জেলারও সাধারণ সম্পাদক তিনি।এছাড়াও বহুল প্রচারিত দেশের জনপ্রিয় অনলাইন দৈনিক অভিযোগ বার্তা ২৪. কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দেশের শীর্ষ স্থানীয়
অনলাইন চ্যানেল বার্তা ২৪ টিভির চেয়ারম্যান রয়েছেন।২০২০সালের শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী ও,করোনা যোদ্ধা নির্বাচিত হয়েছেন তিনি। ব্যক্তগত জীবনে এক সন্তানের পিতা তিনি। আমাদের কনজিউমার রাইট বাংলাদেশ সিআরবি রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে, জনাব, এস,এম ফিরোজ স্যারের জন্য রইল দোয়া ও শুভকামনা।
Post a Comment