দৈনিক অভিযোগ বার্তার সাংবাদিক শাহ মনির হোসেনের উপরে পরিকল্পিত ভাবে হামলা

 


নিজস্ব প্রতিবেদক  : সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলাধীন ধর্মপাশা পূর্ব বাজার ১১/০৩/২৩ ইং রোজ শনিবার  দুপুর ৪:৩০ মিনিট সময় শাহ আলম ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে শাহ মনির ইলেকট্রনিক এন্ড টেলিকম দোকানের এর মালিক শের আলী, দোকান থেকে ডেকে এনে পরিকল্পনা করে দৈনিক অভিযোগ বার্তার প্রতিনিধির উপরে হামলা করছে।

এসময়  দৈনিক অভিযোগ বার্তার প্রতিনিধি বলেন,

তাদের কারণে আমি নিরাপত্তাহীনতায়  ভুগছি, আমাকে বিগত এক মাস আগে  প্রাণনাশারে হুমকি দিয়েছে, আমি এলাকার গনমান্য ব্যাক্তিদের কে জানাই। 

আজ বিকালের দিকে উক্ত তার উপর হামলা হলপ শরীরের বিভিন্ন স্থানে মারপিটের আঘাত রয়েছে, তার শরীরে সাদা রঙে র শার্ট কে ছিড়ে ফেলে ও নানাভাবে আঘাত করছে। সে সময় তার বাবা ও তার দল-বল নিয়ে আমাকে আঘাত করছে।

আমার বাবার  বিশেষ জমি দখল করে নিয়েছে,সেই সব বিষয় নিয়ে আমি সুনামগঞ্জ জেলা ট্রাইব্যাুনালে মামলাও করছি।সেই ঘঠনার জের ধরে আজ পরিকল্পিত ভাবে ডেকে এনে হামলা করছে। হামলাকারীরা হলো

(১) হাসান শাহরিয়া আকাশ(২৫) 

পিতা শাহ মো আলী আকবর। 

(২) শাহ মো আলী আকবর (৪৫)

পিতা মৃত আব্দুল হোসেন। 

নাম না জানা আরো অনেকেই।

আমি নিরাপত্তাহীন ভুগছি, আমি তার গ্রেপ্তারে দাবী জানাই ও তার সুষ্ঠু  বিচারের দাবী  জানাচ্ছি।

উক্ত সাংবাদিক এর উপর হামলার এই ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ঘৃণ্য বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরও নিন্দা জানিয়েছেন দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব এস এম ফিরোজ আহাম্মদ বলেছেন দ্রুত অভিযোক্তদের দ্রুত আইনের আওতায় আনা হউক।

0/Post a Comment/Comments