নিউজ ডেস্ক:
ঈদে নানা নকশার মেহেদি আঁকা হয় হাতে। এতে নারীর ঈদের সাজের সৌন্দর্য বৃদ্ধি পায় অনেকগুণ। ঈদ শেষ হলে মেহেদির রঙও ফিকে হতে শুরু করে। তখন আর দেখতে আগের মতো সুন্দর লাগে না। মেহেদির রঙ উঠে যেতে শুরু করলে বরং দেখতে কিছুটা বিদঘুটে লাগে। তখন অনেকে চান যে যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। তবে তা সব সময় সম্ভব হয় না। এই কাজ সহজ করতে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক-
লেবুর রস:
লেবুর রসের ব্লিচিং উপাদান মেহেদির তুলে ফেলতে দারুণ কার্যকরী। এক্ষেত্রে একটি রসালো লেবু দুই ভাগ করে মেহেদির স্থানে ঘষতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। একটি গামলায় আধা গামলা পানি নিয়ে তাতে ৫-৬ টেবিল চামচ লেবুর রস মিশিয়েও তাতে হাত ডুবিয়ে রাখতে পারেন। এভাবে দিনে দু’বার করলে দ্রুতই মেহেদির রঙ উঠে যাবে।
টুথপেস্ট: যেখানে মেহেদি লেগে আছে; সেখানে টুথপেস্ট দিয়ে ঘঁষতে থাকুন। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে হাত-পা মুছে নিন। দিনে দুইবার কাজটি করুন।
লেবু ও বেকিং সোডা: লেবু ও বেকিং সোডা সমপরিমাণ নিয়ে ভালোভাবে মেশান। ঘন পেস্ট তৈরি করুন। এটি পাঁচ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এতে হাত-পা শুষ্ক লাগলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
লবণ পানির ব্যবহার
লবণ-পানির নানা ধরনের ব্যবহার আছে। তার মধ্যে একটি হলো, এটি মেহেদির রঙ তুলে ফেলতে কাজ করে। একটি গামলায় পানি ভরে তাতে খানিকটা লবণ মিশিয়ে মিনিট বিশেক হাত ডুবিয়ে রাখুন। সুফল পেতে একদিন পরপর লবণ-পানি ব্যবহার করুন। তবে বেশিক্ষণ লবণ পানিতে হাত ডুবিয়ে রাখলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই প্রতিবার ময়েশ্চরাইজার ব্যবহার করবেন।
সাবান: জীবাণুনাশক সাবান দিয়ে বারবার হাত-পা ধুতে হবে। তাতে মেহেদির রং দ্রুত ম্লান হয়ে যায়।
Post a Comment