দূর্গাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতা



স্টাফ রিপোর্টার 

রাজশাহীর দূর্গাপুরে আজ সকাল সাড়ে ১০ টায় ১৪,১৫ মে ২০২৩ ইং তারিখ রবিবার,  সোমবার উপজেলা পরিষদের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা দূর্গাপুর, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাহিদুল হক একাডেমিক সুপারভাইজার, অধ্যক্ষ  আঃ রব দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ। 

প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তারোক নাথ মজুমদার সংগীত শিক্ষক শিশু একাডেমি দূর্গাপুর, রাক্তিবুল ইসলাম প্রধান শিক্ষক সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রথীন্দ্রনাথ মন্ডল সহকারী অধ্যাপক ধরমপুর ডিগ্রি কলেজ দূর্গাপুর। 

এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র প্রামানিক সজল রাজ সহকারী শিক্ষক আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয়, হারমনিয়াম ও ডুগিতবলা সহযোগিতায় সংগীত শিক্ষক রাশেদুর রহমান, মামুনুর রশীদ, কিশোর কিশোরী ক্লাব  দূর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং দূর্গাপুর উপজেলার হাইস্কুল, কলেজ পর্যায়ে প্রতিযোগীরা ও শিক্ষকরা, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দূর্গাপুর, রাজশাহী।

0/Post a Comment/Comments