জয়নগর ইউনিয়নে হাজী সম্মেলন অনুষ্ঠিত




দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : আকাশ আলী

দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের আয়োজনে তার পিতা  কলিম উদ্দিন সরকার এর পবিত্র হজ্ব গমনের উপলক্ষে ইউনিয়নের হাজীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২০ মে) দুপুরে চেয়ারম্যান মিজান এর বাস ভবনে ইউনিয়নের ১৫০ জন দাওয়াতী হাজী এবং স্থানীয় এলাকাবাসী এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সাংবাদিকসহ  প্রায় ১হাজার ১শত মেজবান খাওয়ানো এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। হাজি সম্মেলনে হাজীদের ১৫০ টি ছাতি উপহার দেয়া হয়। 

এ বিষয়ে অত্র ইউনিয়নের হাজি মতিন সরকার বলেন চেয়ারম্যান মহোদয়ের এই মহতি আয়োজনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের ইউনিয়নে পূর্বে এরকম আয়োজন কখনো হয়নি তাই আমি চেয়ারম্যান মহোদয় কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং উনার পিতার হজ গমন মহান আল্লাহ যেন কবুল করেন। 

ইউপি চেয়ারম্যান মিজান বলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এরকম হাজী সম্মেলন করা আমার একটি স্বপ্ন ছিল, তারে আলোকে এই সম্মেলনের আয়োজন করেছি। আমার দাওয়াতে আশা সকল হাজীদের  সামান্য উপহার হিসেবে একটি করে ছাতি দিয়েছি। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি এই অত্র ইউনিয়ন কে মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতমুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। 

0/Post a Comment/Comments