জয়নগর ইউনিয়নের ব্রম্মপুর মাঠে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন



আকাশ আলী 
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :

দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার (২৫ মে ২০২৩ ) ব্রহ্মপুর ক্লাব মাঠে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন সদস্য আব্দুল মতিন। 

উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করবে  ৪টি খেলোয়াড় দল। ভবানীগঞ্জ ফুটবল একাদশ,কেশরহাট একাডেমি একাদশ , ধুরইল   একাডেমি একাদশ, আখি ইভেন্ট স্টার একাদশ। প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন ভবানীগঞ্জ ফুটবল একাদশ ও কেশরহাট ফুটবল একাদশ। 


উক্ত ফুটবল টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন দাওকান্দি কলেজের প্রভাষক মুকবল হোসেন মিনু ও মহব্বতপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, ইসমাইল হোসেন। 

উদ্বোধনী খেলায় কেশরহাট একাডেমি একাদশকে ৩-০ গোলে পরাজিত করেছে ভবানীগঞ্জ ফুটবল একাদশ । উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে দুর-দুরান্তের শত শত ক্রীড়া মোদি দর্শকের উপস্থিতি দেখা গেছে।

0/Post a Comment/Comments