ব্রহ্মপুরে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত




আকাশ আলী 
দুর্গাপুর (প্রতিনিধি) রাজশাহী:

"ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ব্রম্মপুর গ্রামে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

আজ শনিবার (২৭ মে ২০২৩ ) ব্রহ্মপুর ক্লাব মাঠে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান।

ফুটবল টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন সদস্য আব্দুল মতিন। 

উক্ত ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন দাওকান্দি কলেজের প্রভাষক মুকবল হোসেন মিনু ও মহব্বতপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, ইসমাইল হোসেন বাদল। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মো: সাহাবুল ইসলাম দুর্গাপুর উপজেলা'র জয়নগর ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান মানিক, যুবলীগ নেতা মো: মানিক, মো: দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দুর-দুরান্তের শত শত ক্রীড়া মোদি দর্শকের উপস্থিতি দেখা গেছে।

উক্ত ফাইনাল খেলায় ভবানীগঞ্জ ফুটবল একাডেমি  ও আখি ইলেভেন স্টার একাদশ লড়াই করে গোল শূন্য খেলা সমাপ্ত হওয়ায় ট্রাইবেকারে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। 

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মিজান বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। খেলার মাঠ সংকোচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে। যুবসমাজই আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে।

উদ্বোধক আব্দুল মতিন বলেন, শরীর-মন সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আর সুষ্ঠু বিনোদনই পারে একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে ।

0/Post a Comment/Comments