দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : আকাশ আলী
দুর্গাপুর উপজেলার ৭ং জয়নগর ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৩৩৮ হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১মে ২০২৩) সকালে জয়নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ৩৩৮ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ট্যাগ) অফিসার রুহুল আমিন , ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন , ইউপি সদস্য সদস্য মোছাঃ ববিতা বেগম আবদুল মতিন, ইদ্রিস আলী, ইউনুস আলী, মোঃ হান্নান আহাদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ বাহার আলী, মোঃ আনোয়ার হোসেন।
২০২২- ২০২৩ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা ভাবেন বলেই আপনারা যেমন চাউল পাচ্ছেন, আমাদের বৃদ্ধা মায়েরা বয়স্ক ভাতা পাচ্ছেন,বিধবা মায়েরা বিধবা ভাতা পাচ্ছেন।
Post a Comment