১০ দফা আদায়ে রাজশাহীতে বিএন‌পির জনসমাবেশ


নিজস্ব প্রতিবেদক :

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশ। 

আজ শুক্রবার (১৯ মে) দুপুর ৩ টার দিকে পুঠিয়ার  শিবপুর হাট স্কুল মাঠে রাজশাহী জেলা বিএনপি'র আহবায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক , জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহীর কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, এ্যাড. নাদিম মোস্তফা,সাইফুল ইসলাম মার্শাল,দেবাশীষ রায় মধু , , জেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সিনি: যুগ্ম আহবায়ক নরুল হুদা,শরীফ উদ্দিন মেজর জেনারেল (অব:), অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্থানের নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিবাজ এই আ'লীগ সরকার রাজশাহী জেলা সদরে আমাদেরকে সমাবেশ করতে দেইনি। যার কারণে আমরা পুঠিয়া উপজেলা'র শিবপুর হাট হাইস্কুল মাঠে সমাবেশ করছি। যেখানে আমাদের নেতাকর্মী দাঁড়িয়ে থাকার জায়গা নেই। আমরা যেখানেই সমাবেশ করিনা কেন জনগণ আমাদের ভালোবাসায় আমাদের সাথে আছে এবং থাকবে তা আপনারা দেখে যান। এই জনসমাগম দেখেই আপনারা ভয়ে আমাদেরকে সমাবেশ করতে দিতে চান না।

তিনি আরও বলেন এই সরকারের আমলে দুর্নীতি, নারী নির্যাতন, খুন গুম, লুটপাটসহ বিভিন্ন অরাজকতা করে চলেছে যার কারণে ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় না নিশ্চিত পরাজয় জেনে।
 
জনসমাবেশে এক সাক্ষাৎকারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক বলেন,
কোন স্বৈরাচার সরকারই কখনো স্বাভাবিক নিয়মে ক্ষমতা ছাড়তে চাইনা, কিন্তু সংগঠিত জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় ঠিক তেমনই বাংলাদেশের বর্তমান স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনরসের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে, তার আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি।   

0/Post a Comment/Comments