দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের পাচুবাড়ী হাটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৫, পুঠিয়া- দুর্গাপুর সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার পক্ষে প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মে রবিবার বিকেলে উক্ত অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জাম শরিফের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক,
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা সম্পাদক আব্দুল মতিন, ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক নাজমুস সাদাত নজুম, ১নং নওপাড়া ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আক্কাস আলী, ৭নং জয়নগর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সেখ ফিরোজ, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মো: রোকনুজ্জামান রোকন, মৎস্যজীবী লীগের সভাপতি গোলাম মোস্তফা শাওন, ৪নং দেলুয়াবাড়ী ইউপি ছাত্রলীগের ১নং যুগ্ন আহবায়ক মোঃ শিমুল শাহ সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। সভায় বক্তারা সাবেক এমপির নানান কৃতিত্ব আলোচনা করেন তার মতো যোগ্য পার্থী-কে থেকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য জনমত গঠনের কথা বলেন।
Post a Comment