দুর্গাপুর প্রতিনিধি : আকাশ আলী
দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মে ২০২৩) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান (রিপন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দিয়েছে।
ঘোষিত জয়নগর ইউনিয়ন কমিটিতে মাসুম রেজা কে সভাপতি ও এমরান আলী কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি মাসুম রেজা বলেন, কমিটি দেওয়ার জন্য দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয়নগর ইউনিয়ন ছাত্রলীগ সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করবে ও সামাজিক কর্মকাণ্ড করে ইউনিটকে সুসংগঠিত করবে বলে প্রত্যাশা করেন।
Post a Comment