পঞ্চগড় ধাক্কামারা টাংগনমারী সড়কটি পাকা করনের দাবি স্থানীয়দের



পঞ্চগড় প্রতিনিধি,

পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের পঞ্চগড় আটোয়ারী  ফকিরেরহাট থেকে দক্ষিণ পাশে পুরো তিন কিলো মিটার রাস্তা পাকা করণীয়র দাবি জানান সর্বস্তরের স্থানীয়রা। এই সড়কটি ঘিরে রয়েছে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্প, সেতনাই পাড়া প্রাইমারি স্কুল, বকুলতলা প্রাইমারি স্কুল, বকুলতলা বাজার, মালা দাম বাজার সহ প্রায় ২০ টি গ্রামের মানুষের যাতায়াত এই সড়কটি দিয়ে। বাংলাদেশ স্বাধীনের ৫০ বছর পেরিয়ে গেলেও এই সড়কটির দিকে কোন দেখভাল নেই কর্তৃপক্ষের। ফলে বর্ষাকালে ভোগান্তির শিকার হচ্ছেন কমলমতি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ। ধাক্কামারা টাংগনমারী এলাকার স্থানীয় জনসাধারণরা বলছেন আমরা লক্ষ্য করেছি যে সড়ক দিয়ে মানুষের চলাচল নেই সেই সব সড়ক পাকা করণ করা হচ্ছে অথচ আমাদের এই টাংগনমারী সড়ক দিয়ে রাত পোহালেই হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু সড়কটি  পাকা হয় না এই সড়কে ঘিরে রয়েছে আশ্রয়ণ প্রকল্প, দুইটি প্রাইমারি স্কুল দুইটি বাজার সহ কলকারখানায় যাওয়ার একমাত্র সড়ক। দুটি প্রাইমারি স্কুল এর ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকরা জানান বর্ষাকালে এই সড়ক দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর শিশুরা স্কুলে আসতে চায় না। এই সড়কটি পাকা হলে স্থানীয় লোকজন সহ সকল শ্রেণী পেশার মানুষ অনেক সুযোগ-সুবিধা পাবে। আমাদের পঞ্চগড় ১ আসনের সম্মানিত এমপি মহোদয়  আলহাজ্ব মোঃ মোজাহারুল হক প্রধান, যদি একটু সহানুভূতি হন তাহলেই খুব তাড়াতাড়ি এই সড়কটি পাকা করণ সম্ভব বলে আমরা মনে করি। এছাড়াও স্থানীয়রা বলছেন এই রাস্তাটি এমপি মহোদয় যদি পাকা  করেদেন আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ থাকব।

0/Post a Comment/Comments