রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভা এলাকায় মগরা বিলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করছিলো হরিগাছি গ্রামের ইসরাইল সোনারের ছেলে বাবলু হোসেন এবং তার চাচাতো ভাই মৃত লুকুর ছেলে আক্কাস আলী। খবর পেয়ে (২৫ মে) বৃহস্পতিবার দুপুরে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে পুকুরে অভিযান চালান মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস।
এসময় এসিল্যান্ডকে দেখে বাবলুসহ পুকুর খননকারিরা দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মাটিকাটা যন্ত্রের (এক্সেভেটর) চালকসহ তাদের সহকারি বাকশৈল গ্রামের শুকুর আলীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর মালিক পক্ষের আক্কাস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করে আটককৃতদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
এবিষয়ে মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূূমি) প্রিয়াংকা দাস বলেন, উপজেলার মগরাবিলে ফসলি জমিতে পুকুর খনন করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুকুর খননকারি বাবলু নামের একজন নেতা মোবাইলে কথা বলতে বলতে পালিয়ে যায়। এসময় ঘটনস্থল হতে মেশিনের চালকসহ দুইজনকে আটক ভাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর খননকারির ৩০ হাজার জরিমানা আদায় করে আটককৃতদের ছেড়ে দেয়া হয়।
Post a Comment