বদলগাছীতে ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত




মুজাহিদ হোসেন, বিশেষ  প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত রোগ ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৪ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট,পার্বতীপুর,দিনাজপুর এর সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা ভুমি কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুন। বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ,সাধারন সম্পাদক সানজাদ রয়েল সাগর,সাংবাদিক সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মুজাহিদ হোসেন,মিঠু হাসান সহ আরো অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

0/Post a Comment/Comments