দুর্গাপুরে হাজং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত




 দিলোয়ার হোসেন তালুকদার
 দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:

'আমার সংস্কৃতি,আমার অহংকার' এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুরে  বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে সংগীত ও নৃত্য বিষয়ক প্রতিভা অন্বেষণ হাজং সাংস্কৃতিক প্রতিযোগিতা   অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক ও গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে 

এবং একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল মণীন্দ্রনাথ মারাক, হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং, স্বপন হাজং, সংগীতশিক্ষক তোবারক হোসেন খোকন, পল্টন হাজং, চিত্রশিল্পী রূপক হাজং, কবি জনপদ চৌধুরী, অন্তর হাজং প্রমুখ। 

আলোচনা শেষে প্রতিযোগিতার  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে 
দায়িত্ব পালন করেছেন পাঁচ শতাধিক হাজং গানের গীতিকার ও সুরকার পীযুষ  হাজং , লক্ষ্মী রানী দেবী, দোলন হাজং।

0/Post a Comment/Comments