জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর পদপ্রার্থীর আশরাফ বাবুর লাটিম মার্কা



 স্টাফ রিপোর্টার : মমিন 

২১ আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধার এহিয়া'র 
সন্তান কাউন্সিলর পদপ্রার্থী 
হোসেন আসরাফ বাবুর লাটিম প্রতিক মার্কা প্রচারণায় নগরীর ১৯ ওয়ার্ডের আনাচে-কানাচে সর্বত্র জায়গা গুলোতে প্রচারণাও পরিকল্পিত নগরীর ১৯ নাম্বার স্মার্ট ওয়ার্ড গড়তে এবং রাজশাহী মানুষের ভাগ্যোন্নয়নে নিজ নিজ প্রতীকে ভোট দেয়ার জন্য নগর ওয়ার্ড বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয়তার থাকা কাউন্সিলর লাটিম মার্কার পদপ্রার্থী 
হোসেন আসরাফ বাবু । 


 
নগরীর ১৯ নং ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখা গেছে 
নারী পুরুষ সমান তালে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নারী পুরুষের ভালোবাসায় লাটিমের উঠান বৈঠকে ভোট প্রচারণায়
গণজোয়ার সৃষ্টি হয়েছে সর জমিনে দেখা গেছে । আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আসরাফ বাবু ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারিং করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেরও প্রচারনায় প্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই আসরাফ বাবুর পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে। 


পদপ্রার্থী হোসেন আসরাফ বাবু আরো বলেন সাধারণ ভোটারদের কাছে আমার অনুরোধ, আগামী কাল ২১জুন তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মূল্যবান ভোটটি উন্নয়নের মার্কা লাটিম প্রতীকে দিবেন। মুক্তিযুদ্ধের সন্তান হয়ে বাবার মতো দেশকে যেমন রক্ষার্থে সর্বোচ্চ জীবন বিলিয়ে দিয়েছে। আমিও ও দেশকে নিয়ে জনকল্যানের কাজ করে যাব এবং সবসময় যেকোনো অবস্থায় আমার ১৯ নং ওয়ার্ড জনগণের পাশে চিরকাল যেন থাকতে পারি সে আশা ব্যক্ত করতেছি । এবং সর্বপ্রথম বিশেষ করে বেকার সমস্যা সমাধান, মাদক সন্ত্রাস দূরীকরণ, বাল্যবিবাহ বন্ধ সহ নানা সামাজিক কাজে সর্বদা সচেষ্ট থাকব আর অত্র এলাকার সন্তান আমি জয়ী হলে আপনাদের পাশে থেকে সেবা চলমান রাখবো ইনশাআল্লাহ্
 ১৯ নম্বর ওয়ার্ডের অসহায় বঞ্চিত ও মেহনতি মানুষদের অধিকার আদায় নিয়ে কাজ করব সর্বোচ্চ তাদের অধিকার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার
আপনাদের সবার ভালোবাসায় 19 নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি আমি হোসেন আশরাফ বাবু কৃতজ্ঞতা জানিয়ে কালকে লাটিমের সফল বিজয় কামনা করছি ইনশাল্লাহ
তাই আমি এলাকাবাসীর কাছে সর্বোচ্চ দোয়াপ্রার্থী

0/Post a Comment/Comments