মুন্না ইসলাম (রাজশাহী):
জেলা প্রশাসনের নির্ধারিত সময়ে শুরু হয়েছে রাজশাহী জেলার বিখ্যাত সুস্বাদু আম নামনো ।এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির আম । জৈষ্ঠ্য মাস মানেই আম চিড়া খাবার সময় ।এখন বাজারে উঠছে গুটি , গোপালভোগ, হিমসাগর , ল্যাংড়া , লোখনভোগ , রুপালি সহ বিভিন্ন প্রজাতির আম ।
রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর। বাজারে গিয়ে সরজমিনে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৌসুমী ব্যবসায়ীরা তাদের আম নিয়ে বসে থাকলেও ক্রেতার সমাগম নেই ।প্রকার ভেদে গুটি আম ৩০০থেকে ১২০০ টাকা গোপালভোগ ১২০০ থেকে ২৩০০ টাকা লোকনা ৪০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা জানান এবার ঘূর্ণিঝড় মোগার প্রভাবে অনেক ক্ষতি হয়েছে । যা আম ছিল তা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাজার ভালো না থাকায় আমরা লোকসানে বিপর্যস্ত হয়ে পড়েছি।
আম চাষি জহুরুল ইসলাম বলেন কীটনাশকের দাম বেশি লেবার খরচ দিয়ে আমাদের কিছু থাকছে না । ফলে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণ শোধ করা নিয়ে চিন্তিত । এদিকে বাজার কমিটি জানান বাজারে জাল টাকা ব্যবহার প্রতিরোধ করতে তারা কাজ করছেন
Post a Comment