মহাদেবপুর- বদলগাছী উপজেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন




মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা ২০২৩ উপলক্ষে মহাদেবপুর বদলগাছী  সহ দেশের সকল ইসলাম ধর্মপ্রাণ মুসলমানকে সমাগত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কৃতি সন্তান    বাংলাদেশ সরকারের  সাবেক সিনিয়র  সচিব ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮,নওগাঁ-৩, মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য  হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। 

তিনি বলেন, ঈদ ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যা প্রতিটি মুসলমানের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ ও শান্তির বার্তা। আর ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতিবছরই আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে প্রিয় বস্তু বা জিনিস কে উৎসর্গ করাই ঈদুল আযহার প্রকৃত রূপ। আর এই উৎসর্গের মাধ্যমে নিজের জীবনের গর্ব ও অহংকার সহ সকল প্রকার অমানবিকতা ও মনুষ্যত্বহীনতাকে কুরবানি বা বিসর্জন দেয়াই হচ্ছে ঈদুল আযহার শিক্ষা। মহাদেবপুর-বদলগাছী বাসী সহ ইসলাম ধর্মপ্রাণ সকল মানুষই যেন ঈদুল আযহার মাধ্যমে এই শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে জীবনের চুড়ান্ত সফলতায় পৌঁছতে পারে এই কামনায় সকলকেই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী
বাংলাদেশ আওয়ামী লীগ, নওগাঁ জেলা শাখার উন্নতম কায্যনির্বাহী সদস্য ও 
সাবেক সচিব গণপ্রজান্ত্রিক  বাংলাদেশ সরকার।

0/Post a Comment/Comments