পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল শাখার নতুন সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সবুজ আহমেদকে নির্বাচিত করা হয়েছে ।
গত ৫-৭-২০২৩ তারিখে রাজশাহী জেলা শাখার সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিমেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।
নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সবুজ আহমেদের বাড়ি পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছীর মোহনপুর মাস্টার পাড়া গ্রামে । তিনি ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির একজন সদস্য ।
এ বিষয়ে সবুজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ছাত্র জীবন থেকেই তিনি বিএনপি এর রাজনীতির সঙ্গে জড়িত । তিনি ছাত্রদল করলেও দলের পিছনে শ্রম দিয়েছেন কখনো কোন পদে আসেননি ।
পরবর্তীতে যুবদল হয়ে সর্বশেষ মূল দলের সঙ্গে যুক্ত হন । তার এই সততা দেখে রাজশাহী জেলা সংগ্রামী দল শাখার পক্ষ থেকে তাকে পুঠিয়া উপজেলা জাতীয়তাবাদী সংগ্রামী দল শাখার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় । স্থানীয় নেতাকর্মী বলেন সবুজ আহমেদ একজন বিএনপি’র নির্যাতিত নেতা । তিনি কখনো কোন পদে আসার লোভ করেননি । যার ফলে ইউনিয়ন জুড়ে তার রয়েছে অনেক সুনাম। স্থানীয় নেতাকর্মী রাজশাহী সংগ্রামী দল শাখার সকল সদস্যকে ধন্যবাদ জানান।
সবুজ আহমেদ আরো বলেন আগামীতে যে কোন কঠোর আন্দোলনের ডাক আসলে সর্বদা মাঠে থাকবো ।
Post a Comment