দুর্গাপুর প্রতিনিধি: আকাশ আলী
রাজশাহীর দুর্গাপুরে শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে তার হামলায় আহত হয়েছেন দুর্গাপুর থানার উপ পরিদর্শক ( এস. আই) সনাতন চক্রবর্তী। পরে আহত হওয়া সত্বেও ওই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসতে সক্ষম হোন পুলিশের ওই উপপরিদর্শক। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(১৩ জুলাই) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা এলকায় অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম গোলাম রাব্বানী । সে ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে। এলাকার সে শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে মাদকের প্রায় ১১ টি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে পুলিশের আহত এসআই সনাতন চক্রবর্তী বলেন, রাত সাড়ে আটটার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা এলাকায় যায়। এরপর তাকে আটক করা হলে সে উল্টো আমার উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে আমি আহত হওয়া সত্বেও তাকে পালাতে দিইনাই।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান রাশেদ, জানান আহত পুলিশ সদস্যের হাতের আঙ্গুলে তিনটি সেলাই লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি নয়ন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে যান থানার এসআই সনাতন চক্রবর্তী। এরপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায় তার উপর। পরে আহত অবস্থাতেই এসআই সনাতন তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই উপজেলাকে মাদক নির্মূল রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
Post a Comment