ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুবরা একত্রিত হয়ে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একযোগ কাজ করার লক্ষে হান্ড্রেড হিরোদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ জুলাই বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপির উদ্যোগে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ১শত জন হিরোদের সংবর্ধণা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্থানীয় সমাজকর্মী, পাবলিক স্পিকার, বৃক্ষরোপন কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা পালনকারী, মিউজিশিয়ান, লেখক গ্রাফিক্স ডিজাইনার, অভিনেতা ভাল ছবি আকতে ও তুলতে পারদর্শী, কবিতা আবৃতিকারী ও উদ্যোক্তাদের বেছে নিয়ে ১শত জন হিরোদের সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি বাহাউদ্দিন ফারুকী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, নাথন চৌকিদার,, শামল মন্ডল, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার সুরভী, রোজলিন মিতু কোরাইয়া, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।
ধামইরহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধন করলেন নওগাঁ জেলা প্রশাসক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই বিকেল ৪ টায় সেননগর মাঠে উফসী রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন কাজের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসন নওগাঁর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলয় রহমান, ধামইরহাট সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, স্বাগত বক্তা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার ও অনুষ্ঠানের সঞ্চালক কৃর্ষিবিদ মো. আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, মাসুদ রানা প্রমুখ।
Post a Comment