ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, আহসান হাবীব পান্নু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হায়াত মো. তরিকুজ্জামান মনি, সাধারণ সম্পাদক এহসান হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান রোমান, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, জাতীয় শ্রমিকলীগের পৌর সভাপতি রশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

0/Post a Comment/Comments