দুর্গাপুরে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতা আবু বকর সিদ্দিক।



নিজস্ব প্রতিবেদক, 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক গত মঙ্গলবার ৫ জুলাই বিকেলে রাজশাহীর দুর্গাপুরে ঈদ পরবর্তী দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। 

সৌজন্য সাক্ষাৎকালে আবু বকর সিদ্দিক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে আপনারা ঐক্য বদ্ধ থাকবেন আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশনায়। স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে, যেই এক দফার আন্দোলন আসতেছে সেই আন্দোলনে আমরা একে অপরের সহায়ক শক্তি হিসেবে মাঠে থাকবো। আর আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। 

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

0/Post a Comment/Comments