বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ।




মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ। 
মূল্যায়ন বিষয়ক সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ( ওসি)মোঃ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ এর পরিচালনায় গত এক সপ্তাহের কর্মসূচির উপকারীতা ও সাফল্যের বিষয় উল্লেখ করে মৎস্য কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, সম্ভাবনাময় আমাদের এই দেশে মাছ চাষে আমরা এখন অনেক এগিয়ে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের দেশের জলাশয় মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি। আমাদের দেশের মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে আমি মনে করি।

0/Post a Comment/Comments