দুর্গাপুরে পুকুরে ডুবে ২ জনের মৃত্যু




দুর্গাপুর প্রতিনিধিঃ আকাশ আলী, 

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা দুজনই বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া ওই শিশুর নাম মেঘা (৭) ও হীরা (২০)। মেঘার বাবার নাম মুরশেদ ও হীরা এরশাদের মেয়ে। পুকুর থেকে স্থানীয়রা লাশ উদ্ধার করেছে। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, হীরা তার ভাইয়ের মেয়ে মেঘাকে সাথে নিয়ে শুক্রবার সকালে উপজেলা চত্বরে ঘোরাফেরা করছিলেন। একসময় হীরা একটি কাপড় পরিষ্কার করার জন্য কাপড়টি হাতে নিয়ে উপজেলা পরিষদের পুকুরে নেমে যান। এসময় তার সাথে থাকা শিশু মেঘাও সেই পুকুরে নেমে পড়ে। পরে দুজনেই সেই পুকুরে পানিতে ডুবে মারা যায়।

দুর্গাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, শুক্রবার সকালে শারীরিক প্রতিবন্ধি হীরা তার বৃদ্ধ বাবার কাপড় ধুয়ে দিতে পুকুরে যায়। এসময় সে বাকপ্রতিবন্ধি মেঘাকে সাথে নেয়। ধারনা করা হচ্ছে কোনভাবে তারা পুকুরে পড়ে যায় এবং সাঁতার না জানায় দুজনেই পুকুরে ডুবে মারা যায়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পরিবারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

0/Post a Comment/Comments