পল্লী জীবিকায়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী মুল্যায়ন সুফলভোগীদের সাথে আলোচনা


নিজস্ব প্রতিবেদক, 

রাজশাহী দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া ইউনিয়নের পঞ্চাশী ও উদ্যোক্তাদের সাথে আলোচনা ও আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
১৪ জুলাই সকালে গোপালপুর মধ্যপাড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় পানচাষীদের সাথে আলোচনায় 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ জহির রায়হান অতিরিক্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগ ( আইএমইডি) পরিকল্পনা কমিশন, ঢাকা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সাইফুল ইসলাম, আইএমইডি উপসচিব, আলমগীর আল নেওয়াজ, প্রকল্প পরিচালক, (পজিক) একেএম জাকিরুল ইসলাম, উপ-পরিচালক রাজশাহী বিআরডিবি, 

উপপ্রকল্প পরিচালক  সাইদুর রহমান, 
উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানা,
উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও মোতালেব মোল্লা 
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক,  উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিক) সাইফুল ইসলাম, 
০১নং নওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল আলম (শফি) ইউপি সদস্যগন,
পান চাষী মোঃ বাবুল হোসেন,বানেছা বেগম, এরশাদ, শকিল,আকবর হোসেন, নাজমা বেগম, মিনু বেগম,নাসিমা বেগম সহ এলাকার পানচাষীসহ গুনীজনরা। 

আলোচনা সভা শেষ অতিথিগন পান বরজ পরিদর্শক করেন এবং পান ক্রয়-বিক্রয়ের পান আড়ৎদারের সাথেও কথা বলেন।

0/Post a Comment/Comments