মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১ টার সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ এর পি আর এল জনিত বিদায় সংবর্ধনা রাজকীয়ভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসিম আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার বদলগাছি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছির সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, জাগো নিউজের কান্ট্রি এডিটর সহকারী বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগো নিউজের কান্ট্রি এডিটর সহকারী বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষার্থী। পরে বিদায়ী প্রধান শিক্ষক দুলাল আহমদ তার অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন।
আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষক দুলাল আহমদ কে প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধনা জানায়, এরপর বর্তমান শিক্ষার্থী, ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক সংগঠন, ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ বদলগাছির বিভিন্ন স্কুল কলেজ থেকে পুষ্প মাল্য, সম্মাননা স্মারক এবং উপহার উপঢৌকন দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
বিদায় মূহুর্তে রাজকীয় ভাবে ঘোড়ার গাড়ি তে উঠিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এই ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক দুলাল আহমদ, তাঁর স্ত্রী এবং দুই সন্তানদের।
Post a Comment