মাড়িয়া মসজিদের পাশের জমির পুকুরের ধার বাধাই প্রকল্পের উদ্বোধন

 



প্রতিবেদক, আকাশ আলী। 

রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের  মাড়িয়া জামে মসজিদ, মাদ্রাসা ও লিল্লা বোডিংয়ের পাশের জমির পুকুরের ধার বাধাই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ৩ আগস্ট সকাল ১১ টায় মাড়িয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান । 

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন,ইউপি সদস্য ইদ্রিস আলী, মাড়িয়া মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি ডা.আকবর আলী, মাদ্রাসা কমিটির সেক্রেটারি আব্দুল আওয়াল শেখ, মুহাতামিম হাফেজ ইয়াকুব আলী ফারুকী, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। 

উদ্বোধন শেষে মাড়িয়া মাদ্রাসা, মসজিদ, লিল্লা বোর্ডিং সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মুহতামিম।

0/Post a Comment/Comments