নিজস্ব প্রতিনিধি
রাজশাহী জেলা মোহনপুর উপজেলা বিদিরপুর আর এস ডিপির এফ এন বি কমিটি গঠনের সভাপতিত্ত করেন মো: জাহাঙ্গীর সেলিম নির্বাহী পরিচালক আরএসডিপি ।
উক্ত সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় । সভায় আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাকের প্রতিনিধি মহাসিন আলী জেলা প্রতিনিধি এফএনবি রাজশাহী , কমিটির সদস্যদের মধ্যে আছেন ব্যুরো বাংলাদেশ আর এসডিপি বিডো টিএমএসএস জাগরনী চক্র ফাউন্ডেশন ,পদক্ষেপ আশ্রয় , আশা ।
সভাপতি মো: জাহাঙ্গীর সেলিম নির্বাহী পরিচালক আরএসডিপি বলেন এনজিও দের স্বার্থ সংরক্ষণ বিষয়ে লবিং এডভোকেসি লক্ষে উক্ত কমিটি গঠন করা সরকারের কাজের পাশাপাশি সহায়তা প্রদান করার জন্য ।
Post a Comment