নারী ফুটলারদের উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের মানববন্ধন



ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে খুলনার  বটিয়াঘাটায় স্থানীয় ৪ জন নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন পালন করেন নারী ফুটবলাররা। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের প্রতিনিধি মো. মাশেকুল ইসলাম, ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলের প্রশিক্ষক মোহাম্মদ আলী, আগ্রাদ্বিগুন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আবু সুফিয়ান খান বাবু, গ্রীন ভয়েস আগ্রাদ্বিগুন শাখার সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, নারী ফুটবল দলের টিম লিডার সুরভী মার্ডি, খেলোয়ার, অনামিকা কিস্কু, অনিতা বাস্কে, বর্ষা, শিউলী প্রমুখ সহ  গ্রীন ভয়েসের বিভিন্ন সদস্য ও নারী ফুটবলারবৃন্দ।
উল্লেখ্য ২৯ জুলাই বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর করেন স্থানীয় কয়েকজন। তাঁরা তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়। একাডেমির এক সদস্যের ছবি তার পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করা হয়। এতে আহত হয় চার নারী ফুটবলার মঙ্গলী বাগচী, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মন্ডল। 
দেশের আলোচিত পরিবেশবাদী সংগঠণ গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, স্থানীয় নারী ফুটবলারদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে বিভাগীয় অনুধ্ব-১৭ নারী ফুটবল দলের ৪ জনের উপর হামলা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ, আমরা গ্রীন ভয়েসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি। #


ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলার একমাত্র ইসলামী কিন্ডারগার্টেন ‘ধামইরহাট আইডিয়াল মাদ্রাসা’য় যোগদান করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন অধ্যক্ষ। ৩ আগস্ট সকাল ১০ টায় ধাইরহাট থানা ভবনের সামনে নুরানী শপিং কমপ্লেক্ষ সংলগ্ন সাইদ ম্যানসনে অবস্থিত ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মামুনুর রশিদ ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা ম-লীর সদস্য ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ মেহেদী হাসান, কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ। এ সময় সাবেক অধ্যক্ষ মো. রাসেলসহ শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘আমি আমার মেধা, যোগ্যতা, সর্বোচ্চ শ্রম দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাবো এবং আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন যাতে সকলের সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটিকে ধামইরহাটের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে পারি।’ #

0/Post a Comment/Comments