স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)র ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ ঘটিকার সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে (বিআরইউ)এর প্রধান কার্যালয়ে সবার সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে জুয়েল আহমেদ,উন্মোচন টেলিভিশন,সভাপতি ও আহমেদ হোসাইন ছানু, আজকালের আলো,কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য সদস্যরা হলেন,:
সিনিয়র সহ-সভাপতি: জাব্বির খান, দৈনিক বার্তা।
সহ-সভাপতি: মাসুম ভূইয়া,ঢাকার টাইম।
যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদ রানা,ঢাকার টাইম।
সহ সাধারণ সম্পাদক:মোঃ মিজানুর রহমান, আমার সংবাদ।
সাংগঠনিক সম্পাদক: সাবজল হোসাইন,গ্রামীণ নিউজ টিভি ২৪.কম।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক:মোঃ মনোয়ার হোসেন, এসটি বাংলা টিভি।
সহ সাংগঠনিক সম্পাদক: বিপ্লব দেব নাথ, চ্যানেল ইউরোপ।
অর্থ বিষয়ক সম্পাদক: সৈয়দ মোঃ মারুফ ফয়সাল, উন্মোচন টেলিভিশন।
সহ অর্থ বিষয়ক সম্পাদক:মোঃ ফায়সাল হোসেন, রাজশাহীর আলো।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ আসগর আলী সাগর,দৈনিক বর্তমান।
যুগ্মক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবির হোসেন, দৈনিক দেশ বাংলা।
সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ রাশেদ ইসলাম, দৈনিক সকালের সংযোগ ২৪।
ধর্ম বিষয়ক সম্পাদক: এনামুল হক সাগর, দৈনিক উত্তরা প্রতিদিন।
সহ ধর্ম বিষয়ক সম্পাদক: আল আমিন স্বাধীন, ডিসিএন বাংলা টেলিভিশন।
মহিলা বিষয়ক সম্পাদক: রিনা খাতুন, প্রতিদিনের রাজশাহী।
উপ মহিলা বিষয়ক সম্পাদক: আয়শা সিদ্দিকা সাথী,ঢাকার টাইম।
সহমহিলা বিষয়ক সম্পাদক: জেসমিন আহমেদ, আজকালের পত্রিকা।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মুনজুর রহমান, আজকালের আলো।
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: রহিমা আক্তার, আজকালের পত্রিকা।
দপ্তর সম্পাদক: সাদ্দাম উদ্দিন রাজ, দৈনিক নবযাত্রা।
সহ দপ্তর সম্পাদক: সুদীপ্ত মিস্ত্রি,দৈনিক নবযাত্রা।
প্রচার সম্পাদক: এনামুল হক (বিপ্লব),দৈনিক শীর্ষ খবর।
যুগ্ন প্রচার সম্পাদক: আমির হোসেন, সোনালী সময়।
সহ প্রচার সম্পাদক: ইয়া কাহারুল ইসলাম (নয়ন) আজকালের পত্রিকা।
কার্যনির্বাহী সদস্য-মাহমুদুল হাসান লিমন, আজকালের আলো।
কার্যনির্বাহী সদস্য- শাকিলা আক্তার আশুরা, যশোরের কন্ঠ।
কার্য নির্বাহী সদস্য- মোঃ নাহিদ আহম্মেদ, জনতার টিভি।
কার্যনির্বাহী সদস্য- মিনার আলম আকাশ, পদ্মা টাইমস।
কার্যনির্বাহী সদস্য- মোঃ আবু ইউসুফ আলী মন্ডল, দৈনিক স্বাধীন ভোর।
কার্যনির্বাহী সদস্য- নুরুল ইসলাম আসাদ, বাংলাদেশ টুডে।
Post a Comment