বাঘায় যুবলীগের সম্মেলন উপলক্ষে মেরাজের প্রচার মিছিল।




বাঘা,রাজশাহী প্রতিনিধি। 

দীর্ঘ সময় পর হতে যাচ্ছে রাজশাহী জেলা যুবলীগের সম্মেলন। আর এই সম্মেলন কে ঘিড়ে নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা কার্যক্রম। প্রার্থী হচ্ছেন অনেক নেতা কর্মীরাই।অধিকাংশ পদ প্রত্যাশী নেতাকর্মীদের ফেসবুকে সরগরম লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে নিজ সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় প্রচার মিছিল করছে রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। 

এরই ধারাবাহিকতা শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাঘার ঐতিহাসিক মাজার এলাকা হতে এক প্রচার মিছিল ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ও জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ৩নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। 

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, সাবেক জেলা ছাত্রলীগের নেতা প্রান্ত, পাকুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা মাখন, গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ খান জয়, সাবেক ছাত্রনেতা জুয়েল রানা সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাবেক ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে মেরাজুল ইসলাম মেরাজ বলেন,দীর্ঘ দিন পর আগামী ২৬ তারিখে রাজশাহী জেলা যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। বিরোধীদলের সব সমালোচনাকে পেছনে ফেলে আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের এই উন্নয়নে যুবলীগ একটি বড় অংশীদারিত্ব। আর দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড হয়ে কাজ করায় মূল লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সম্মেলন সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় প্রচার মিছিল করছি।

0/Post a Comment/Comments