পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মামলার বিরুদ্ধে আদালতে বিক্ষোভ মিছিল করলেন বাঘা পৌর মেয়র আক্কাছ আলী।




বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার  আলম কর্তৃক মামলার বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেন বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। রবিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী আদালতের চত্বরেই শত শত নেতা কর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করতে দেখা যায়। মেয়র আক্কাছ আলীর বিক্ষোভ মিছিল প্রদর্শনে ব্যানারে বড় বড় অক্ষরে  লেখা দেখা যায়  চারঘাট বাঘা সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কর্তৃক আর কত নির্যাতন সইব?

এ বিষয়ে বাঘা পৌর মেয়র আক্কাছ আলী কালবেলাকে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের
সাজানো মিথ্যা সাতটি মামলার হাজিরা ছিল আমিসহ আমাদের প্রায় ২ শত নেতা কর্মীদের। ২০২২ সালের ২১ মার্চে বাঘা শাহদৌলা কলেজ মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে আমাকে কমিটিতে জায়গা না দেওয়ার জন্য আমিসহ আমার শতাধিক লোকজনের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করিয়েছেন।বাঘা পৌর নির্বাচন কেন্দ্রীক আরও হয়রানি ও মিথ্যা ৫ টি মামলা করান তিনি। শাহরিয়ার আলম নিজে তার লোকজন দিয়ে মিথ্যা সাজানো মামলার আজকে হাজিরা দিতে এসেছি আমরা ২শত নেতাকর্মী যারা প্রবীণ আওয়ামী লীগ হিসেবে বাঘা পরিচিত রয়েছে। বর্তমান ও সাবেক ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের 
সভাপতি ও সেক্রেটারিসহ  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস  তাদের বিরুদ্ধে তিনি মামলা দিয়ে হয়রানি করাচ্ছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেককারজনক এবং মিথ্যা মামলার জন্য আমরা ধিক্কার জানাই।

0/Post a Comment/Comments