নিজস্ব প্রতিবেদক,
আলুর বাজার নিয়ন্ত্রণে দুর্গাপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া (নুরুল নবীর) নিগার কোল্ড স্টোরেজ বিকেলে অভিযান পরিচালনা করা হয়েছে।
কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, দেশে আলুর কোন সংকট নেই। মজুদার ও কালোবাজারিরা কৃত্রিম সংকট তৈরি করে আলুর বাজার অস্থির করে করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন প্রকার কৃত্রিম সংকট করলে আইনানুগ ব্যবস্থা করা হবে।
তবে নিগার কোল্ড স্টোরেজ পরিদর্শন করে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি আরও বলেন, ভোক্তা পর্যায়ে আলুর দাম পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
সরকার নির্ধারিত দামের বেশি মূল্য নিলে প্রশাসন কে জানাতে বলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।
এ সময়ে তার সঙ্গে ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, দুর্গাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা।
Post a Comment