বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর কমিটির পরিচিতি ও আলোচনা সভা




মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার এক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলক কমিটির আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি সাইফুল ওয়াদুদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম কথার প্রতিনিধি কাজী নুরুন্নবী নাইস।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়া কাহারুল ইসলাম (নয়ন),বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন। 

এ ছাড়া প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রাকিব, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন,প্রচার সম্পাদক মিলন চন্দ্র, প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন বলেন, বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই। আমরা যে সংগঠন করিনা কেন, সাংবাদিক হিসেবে আমরা একে অপরের বিপদে আপদে পাশে থাকবো।

প্রধান অতিথি মফস্বল সাংবাদিক ইউনিয়নের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এশিয়ান টিভির নওগাঁ জেলা প্রতিনিধি বলেন,আমি ও আমার সংগঠন সব সময় সকল সাংবাদিকদের বিপদে আপদে পাশে আছে এবং থাকবে।আপনাদের যে কোন সমস্যা হলে সাথে সাথে জানাবেন। আমরা আপনাদের পাশে থেকে সহযোগী করবো।

0/Post a Comment/Comments