স্টাপ রিপোর্টার : মমিন
রাজশাহী জেলা দূর্গাপুর ডিগ্রি কলেজে সিংগা
যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে শাহাদাৎ হোসেন বলেন একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলা অপরিহার্য । ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।
বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নানান রকম নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।
উক্ত অনুষ্ঠানে উদ্দেগে সিংগা পশ্চিম পাড়ায় মিনিবার ফুটবল টুনামেন্ট আয়োজনে উপস্থিত ছিলেন মিরন. রেন্টু, সাকিল খান, ,মোস্তফা , রাশেল জিল্লুর রহমান সাহাদত হোসেন সোয়াদ আলী, রুবেল । মেহেদী হাসান, মমিন, নাইম আরো অনেকেই উপস্থিত ছিলেন
Post a Comment