নওগাঁর মহাদেবপুর ও পোরশায় বজ্রপাতে দুই আদিবাসী নারী শ্রমিকসহ ৩ জনের মৃত্যু



মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 নওগাঁর মহাদেবপুরে ও পোরশায় বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পোরশার পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে একজন ও বিকেলে মহাদেবপুরের ছিলিমপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে দুই জন নারী শ্রমিক বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) ও পোরশা উপজেলার নিতপুর চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলের রফিকুল ইসলাম(৫০)।

পরিবারের বরাত দিয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, শনিবার বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশের মাঠে ধান ক্ষেতে ধানের আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাত ঘটলে ঘটনাস্থলেই তাদের দুজনেরই মৃত্যু হয়।

অপরদিকে শনিবার দুপুরে রফিকুল পূর্ণভবা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে  বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যায়। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।

0/Post a Comment/Comments