এম. শাহাবুদ্দিন,
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৮ সেপ্টেম্বর সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে ও যুবউন্নয়ন অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় "পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র,
উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম , উপজেলা ভেটোনারী সার্জন আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, দুর্গাপুর সহকারী প্রোগ্রামার মোঃ মাহফুজ আরিফিন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মিল্টন কুমার, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম. রাকিবুল ইসলাম, উপজেলা , উপজেলা পাট কর্মকর্তা রুবেল রানা, সমতা নারী কল্যান সংস্থা বাবুল আক্তার, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন, স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Post a Comment