রাজশাহী ব্যুরো: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদ্য নির্বাচিত হওয়া কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। এর সাথে প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক উপলক্ষে নতুন কমিটির পরিচিতি, আলোচনা সভা, কেককাটা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আনন্দ টিভি রাজশাহী প্রতিনিধি মোঃ শামসুল আলমের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম মেম্বার মোঃ শাহিনুর রহমান সোনা'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট এস এম জ্যোতিউল ইসলাম সাফী এবং সদস্য সচিব রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও সময়ের কথা ২৪ ডটকম যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, দৈনিক রাজশাহীর আলো পত্রিকা সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, রাজশাহী মহানগর সিপিবি'র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, প্রেসিডিয়াম সদস্য মাজহারুল ইসলাম চপল, প্রেসিডিয়াম মেম্বার আল আমিন হোসেন,সকলের প্রিয় ব্যক্তিত্ব ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিঃ সহ সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সাগর, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিজ বিন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফডিআর ফয়সাল, নির্বাহী সদস্য আল আমিন পাপন, এসএম শফিকুল আলম ইমন, আক্তার হোসেন হিরা প্রমুখ উপস্থিত ছিলেন ।
Post a Comment