নিজস্ব প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল রাজশাহী জেলা শাখার উদ্যোগে সংগঠনের আট জেলা নিয়ে বিভাগীয় প্রতিনিধি সভা আজ রাজশাহী শহরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
পদ্মাতীরে অবস্থিত জিন জিয়ান চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। রাজশাহী জেলা সমবায় দলের আহবায়ক এ্যাডঃ আশরাফ আলীর পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক উপমন্ত্রী বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সমবায় দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডক্টর নিজাম উদ্দিন, রাজশাহী বিভাগীয় সমন্নয়ক মল্লিক মুহঃ মোকাম্মেল কবির,রাজশাহী জেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, নওগাঁ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু,সদস্য সচিব মসলেম উদ্দিন সরকার রুপোস।দলের সহযোগী নেতৃবৃন্দ সহ প্রমূখ ।
প্রধান অতিথি এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মধ্যে সমবায়ের মাধ্যমে দেশকে স্বনির্ভর করবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজকে সমবায় দল সুসংগঠিত করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ত্বরান্বিত করে দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে হবে।তিনি আরও বলেন,নির্বাচন অতি সন্নিকটে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর ক্ষমতায় থাকতে পারবেন না। যারা এই ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অন্যায়-অবিচার করেছেন, তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন। এই পাহারা বিএনপির নেতাকর্মীদের দিতে হবে।সরকার পতনের একদফা দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। তিনি আবারও বলেন, ‘আজকে সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আর একমাস ক্ষমতায় থাকতে পারবেন বলে আমি মনে করি না। প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানীয় লোককে অসম্মান করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, তার বিপরীতে সারা পৃথিবী জেগে উঠেছে।’দুলু বলেন, ‘সরকার পাগল হয়ে গেছে যেকোনভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর থাকবে না এটা ফাইনাল।
Post a Comment