বাঘায় বরেণ্য ব্যক্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা




এম ইসলাম দিলদার 
বাঘা, রাজশাহী প্রতিনিধি:

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজন ও পৃষ্ঠপোষকতায় রাজশাহীর বাঘায় বরেণ্য ব্যক্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট আব্দুল গণি ডিগ্রি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার ইচ্ছে পোষন করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট-বাঘা আসনের সংসদ আলহাজ্ব মো: শাহরিয়ার আলম এমপি। এতে সভাপতিত্ব করেন স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি মো: মহিদুল ইসলাম শিমুল।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার।

শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।  

উক্ত সংবর্ধনায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রথীন্দ্র নাথ দত্ত, কৃষি মন্ত্রণালয়ের উপ- প্রকল্প পরিচালক এস এম আমিনুজ্জামান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান, লে: কর্ণেল (অবসর প্রাপ্ত) রমজান আলী সরকার, রাজশাহীর কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আনিসুজ্জামান মানিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম, জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন,গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহিম বাবু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নওগাঁ) ফয়সাল আহমেদ, ২নং গড়গড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আব্দুল গণি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আনিছুর রহমান, স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মান্নান সরকার মুকুল প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে মান্নান সরকার মুকুল। এরপর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেই এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। ঈদ উপহার ইভেন্ট, শীতবস্ত্র বিতরণ, ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি,আম উৎসব, ব্যাডমিন্টন টুর্ণামেন্ট,শিক্ষা উপকরণ সহায়তা এবং স্বাবলম্বী প্রজেক্ট এর মত কার্যক্রম করে প্রশংসায় ভাসছে সংগঠনটি।

0/Post a Comment/Comments