সরকার পতনের আগে কোনো সংলাপ হবে না: শামসুজ্জামান দুদু


নিজস্ব প্রতিবেদক, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পতনের আগে কোনো ধরনের সংলাপ হবে না। নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। এটা নিয়ে বিএনপি আন্দোলন করছে। এখানে কোনো আপসের সুযোগ নেই। বাধ্য হয়ে সরকার সংলাপের যে জাল বিস্তার করতে চাইছে তাতে কোনো লাভ নেই।

ঝিনাইদহে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। আজ শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

একমাত্র সরকার পদত্যাগ করলেই সংলাপ হওয়ার সম্ভাবনা আছে উল্লেখ করে শামসুজ্জামান বলেন, সরকার পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে। কিন্তু সরকারের সঙ্গে কোনো সংলাপ হবে না।

 বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কারণ, তত্ত্বাবধায়ক সরকারে জন্য এমন কোনো রাজনৈতিক দল নেই যারা রক্ত ঝরায়নি। তাই যারা মানুষের সঙ্গে বেইমানি করেছে, তাদের সঙ্গে কোনো আপস নেই, আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরও বলেন, এই সংবিধানের জন্য রাজনৈতিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, ঘাম ঝরিয়েছে। তাই ইচ্ছেমতো তা পরিবর্তন করবেন, সেটা হতে দেওয়া হবে না।

ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। সভায় বিশেষ অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান প্রমুখ। 

0/Post a Comment/Comments