দূর্গাপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন আবু বাক্কার সিদ্দিক

 

স্টাপ রিপোর্টার : মমিন

রাজশাহী জেলার দূর্গাপুর  উপজেলা পরিষদের সুযোগ্য  পুঠিয়া - দূর্গাপুরের এমপি   মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।  

তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহ মানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এই পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে তিনি সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা করেন।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে থাকে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন এ বিএনপির নেতা আবু বাক্কার সিদ্দিক

0/Post a Comment/Comments