বাসা থেকে বের হয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সুফিয়ান




ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে বের মাদ্রাসা ছাত্র মো. সুফিয়ান (১৫) নিখোঁজ রয়েছে। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সুফিয়ান গত ১৩ই অক্টোবর শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ কাকার বের হয়েছিল। পরে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ সংলগ্ন একটি মাদ্রাসায় যায় ৷ সেখান থেকে দুপুরে দিয়াবাড়ি থেকে হাউজ বিল্ডিংয়ের দিকে কোরপাড় নামে একটি জায়গায় তার কয়েকজন বন্ধুদের সাথে দেখা করে। তারপর সে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু তারপর আর বাসায় ফেরেনি। তার বয়স ১৫ বছর। গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফুট। মুখমন্ডল লম্বাটে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে আকাশী কালারের পাঞ্জাবি ছিলো।

এ বিষয়ে তার বাবা সাইফুল ইসলাম থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ছেলেটির সন্ধান পেলে উক্ত (০১৬০৪১২৩৫৫৮,০১৬১৫৬২২৬৫৪,০১৬০৯৭৬৬৩৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

0/Post a Comment/Comments